kolkata

1 year ago

'চোরে-চোরে মাসতুতো ভাই' জমি বিতর্কে অর্মত্য সেনের পাশে দাঁড়ানোয় তৃণমূলকে খোঁচা দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

দিলীপে কলকাতা, ২৯ জানুয়ারি  : এবার অর্মত্য সেনকে ‘জমি চোর’ বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। জমি বিতর্কে অর্মত্য সেনের পাশে দাঁড়ানোয় তৃণমূলকেও তোপ দেগেছেন দিলীপ ঘোষ । তাঁর খোঁচা, “চোরে চোরে মাসতুতো ভাই।”

বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতির কটাক্ষ, “দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে, মোদী হটাও দেশ বাঁচাও যাঁরা বলেছিলেন, তাঁরাই এখন সরে গিয়েছেন। এখন অমর্ত্য সেনের সার্টিফিকেট নিতে হচ্ছে। যে লোকটাকে কেউ মানেই না। কেউ পোঁচেও না।” এখানেই থামেননি তিনি। দিলীপ ঘোষের দাবি, অর্মত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন। তাঁর অভিযোগ,” নোবেলজয়ী অর্থনীতিবিদ বিশ্বভারতীয় জমি দখল করে রেখেছেন। উপরন্তু বিশ্বভারতীয় উপাচার্যকে চোখ রাঙাচ্ছেন।” এরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে তৃণমূলের দাঁড়ানো নিয়ে তাঁর কটাক্ষ, চোরে চোরে মাসতুতো ভাই। সব জমি চোররা এক হয়ে গিয়েছে। নিজে জমি দখল করে রয়েছেন, আর চোখ রাঙাচ্ছেন বিশ্বভারতীর উপাচার্যকে?” 

You might also like!