কলকাতা, ২৬ এপ্রিল : “হিন্দুশুন্য করে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা আগেও হয়েছে। মুর্শিদাবাদেও একই হয়েছে। হিন্দুদের ওপর আক্রমণ করে হিন্দু শুন্য করার চেষ্টা চলছে।" শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষে অশান্তির ঘটনা ঘটেছিল। এ প্রসঙ্গে বলতে গিয়ে কাশ্মীরে নিরীহ পর্যটকদের হত্যার প্রসঙ্গও টেনে আনেন দিলীপবাবু। তাঁর কথায়, "এটা ধর্ম অর্ধমের লড়াই। এর আগেও হয়েছে। আগে কাশ্মীরে থাকা হিন্দু পন্ডিতদের মেরে তাড়ানো হয়েছে।” কাশ্মীরের ঘটনায় ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। হিন্দু জলচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল, পাকিস্তানের আধিকারিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ-সহ একাধিক পদক্ষেপ করেছে ভারত। সীমান্তেও জোর কদমে চলছে অভিযান। দিলীপবাবু বলেন, "কাশ্মীরে সন্ত্রাসের যোগ্য জবাব দেবে ভারত। প্রয়োজনে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের তুলে আনবে।"