International

1 month ago

Sydney's Coogie Beach: কালো রঙের বলে ভরে উঠেছে অস্ট্রেলিয়ার সিডনির কুজি সমুদ্র সৈকত! কোথা থেকে এল এই বল?

Sydney's Coogie Beach
Sydney's Coogie Beach

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সকলকে অবাক করে দিয়ে অস্ট্রেলিয়ার সিডনির কুজি সমুদ্র সৈকত ভরে উঠছে এক ধরনের কালো বলে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে ওই কালো বলে বিচ ভরে যাচ্ছে। সেগুলোর কোনোটির আকার গল্ফ বলের মতো, কোনটি আবার ক্রিকেট বলের সমান। দেখে মনে হয় বলগুলো ঘন আলকাতরা দিয়ে তৈরি। কোথা থেকে সেগুলো সমুদ্রে এল, বুঝতে পারছে না স্থানীয় কর্তৃপক্ষ। বলগুলোর কারণে আপাতত সৈকতে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সতর্ক প্রশাসন।  প্রশাসন স্পষ্ট জানিয়েছে, যতদিন না এই কালো বলের সমস্যার উৎস খুঁজে পাওয়া যাচ্ছে, ততদিন সমুদ্র সৈকতে নামা নিষেধ।

স্থানীয় মেয়র জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল থেকে রহস্যময় বলগুলো কুজি সৈকতে ভেসে আসতে শুরু করে। তারপর আসতেই থাকে, আসতেই থাকে। বলগুলো আসলে কী?, কোথা থেকেই বা সেগুলো আসছে?, তা খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে সৈকত কর্তৃপক্ষ। তারা মরিয়া হয়ে বলগুলোর উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে মেয়র পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুজি সৈকত বন্ধ রাখার কথা জানিয়েছেন। তবে কোনো কোনো মানুষ বলছেন, সাধারণত (অপরিশোধিত) তেল ময়লা-আবর্জনা ও জলের সংস্পর্শে এলে এ ধরনের বলের সৃষ্টি হতে পারে। তেল ছিটকে বা চুইয়ে সমুদ্রের জলে পড়তে পারে। কর্তৃপক্ষ মঙ্গলবার দিনরাত সৈকত পরিষ্কারের কাজ করেছে। পরিচ্ছন্নতাকর্মীরা সুরক্ষা পোশাক পরে সৈকত থেকে বলগুলো কুড়িয়ে প্রথমে প্লাস্টিকের ব্যাগে জড়ো করেন, পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়।

You might also like!