International

4 months ago

Powerfull earthquake in chiley:ভূমিকম্পে কেঁপে উঠল চিলি; তীব্রতা ৭.৩, তবে নেই সুনামির সতর্কতা

Powerfull earthquake in chiley
Powerfull earthquake in chiley

 

সান্তিয়াগো, ১৯ জুলাই : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আফ্রিকার চিলি। আমেরিকার ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে)-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার (স্থানীয় সময় অনুযায়ী) কম্পন অনুভূত হয় চিলির উপকূলবর্তী শহর আন্তোফাগাস্তা-সহ বিস্তীর্ণ অংশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৩।

ভূমিকম্পের কেন্দ্রস্থলটি আন্তোফাগাস্তার ২৬৫ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে অন্তত ১২৬ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পের জেরে আপাতত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও মেলেনি।


You might also like!