বোলপুর, ১১ ফেব্রুয়ারি : ইটভাটায় মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশুর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত সিঙি পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে। মৃত দুই শিশুর নাম রকি মুর্মু (৭) ও কাঞ্চন সোরেন (৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বেশ কয়েকটি শিশু ওই ইটভাটার মাটির বিশাল স্তুপে গিয়েছিল। এরপর আচমকাই সেই মাটির বিশাল স্তুপ থেকে দুই শিশু গড়িয়ে গিয়ে নীচের গর্তে পড়ে যায়। উঁচু স্তুপের মাটি ঝুরঝুরে ছিল। সেই স্তুপ থেকে মাটি তাদের উপরে পড়ে যাওয়ায়, তাতে চাপে পড়ে যায় ওই দুই শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
মর্মান্তিক এই ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ক্ষতিপূরণের দাবিতে সোমবার বোলপুর-সিঙি রাস্তার উপরে ওই দুই শিশুর মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রাত দশটার সময়ে ঘটনাস্থল যায় পুলিশ। এলাকাবাসীদের অবরোধ তোলার অনুরোধ করেন তাঁরা। কিন্তু অভিযোগ, সেই অনুরোধ প্রত্যাখ্যান করে কার্যত লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানা।