Breaking News
 
Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা!

 

West Bengal

7 months ago

WBJEE 2025: রাজ্যের জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ

The board announced the date of the state joint entrance examination
The board announced the date of the state joint entrance examination

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড।  বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৫ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে আগামী ২৭ এপ্রিল, রবিবার।

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ওই পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষায় বসতে হয়। সে জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। পরীক্ষার জন্য আবেদন করতে হবে WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in অথবা, www.wbjeeb.in-এ।

জয়েন্ট পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, ফার্মাসি, আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে ভর্তির সুযোগ পান ছাত্রছাত্রীরা। পরীক্ষার আবেদনপত্র পূরণ করার সময়ে সংশ্লিষ্ট সমস্ত শর্তাবলী এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে তা জমা দিতে হবে ছাত্রছাত্রীদের।

প্রসঙ্গত, গত বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা তুলনামূলক ভাবে বেশি ছিল। ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১,২৮,৯১৯। সেখানে ২০২৪ সালে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৪২,৬৯২। মোট আবেদনকারী সংখ্যা বৃদ্ধি পায় ১৭,৭৭৩।

You might also like!