Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

West Bengal

4 months ago

Mohammad Salim:আরও তীব্র আন্দোলনের কর্মসূচীর ডাক সেলিমের

Mohammad Salim
Mohammad Salim

 

হুগলি : আরও তীব্র আন্দোলনের কর্মসূচী এবং সময়ের উপযোগী পার্টি সংগঠন গড়ে তোলার ডাক দিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পশ্চিমবঙ্গের গরিব প্রান্তিক মানুষের বিপন্নতা উল্লেখ করে রাজ্য সম্মেলনের প্রথম দিনে তাঁর ভাষণে সেলিম বলেন, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট, বেকারী, ফসলের দাম না পাওয়া, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাওয়া এই সব ক্ষেত্রে আমরা বামপন্থীরা কেবল প্রতিক্রিয়া দেখানোর কাজে আবদ্ধ থাকবো না। আমরা বাম বিকল্প নিয়ে ইতিবাচক হস্তক্ষেপের জন্য আন্দোলনের কর্মসূচী নেবো।

তিনি বলেন, প্রান্তিক মানুষের সঙ্গে বিশেষত গ্রামীণ গরিবের সঙ্গে জীবন্ত সংযোগ স্থাপন করে লড়াই তীব্র করে তুলবো। মিথ্যা মামলা, হামলা, জেল ইত্যাদির মধ্যেও পশ্চিমবঙ্গে বামপন্থী কর্মীরা লড়াই করছেন, এই সম্মেলনে আলোচনার পর আমরা আরও তীব্র আন্দোলনের কর্মসূচী নেবো।

একই সঙ্গে সময়ের উপযোগী পার্টি সংগঠন গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের কর্মীদের অন্তর্ভূক্ত করে, নেতৃত্বে তুলে এনে, পার্টিকে নিষ্ক্রিয়তামুক্ত সংগ্রামের হাতিয়ার হিসাবে জনগণের সামনে উপস্থাপিত করার আহবান জানিয়েছেন সেলিম।

রাজ্য সম্মেলনে সিপিআই (এম)’র পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, বৃন্দা কারাত, সূর্য মিশ্র, এম এ বেবি, তপন সেন, অশোক ধাওয়ালে, নীলোৎপল বসু, রামচন্দ্র ডোম প্রমুখ নেতৃবৃন্দও উপস্থিত রয়েছেন। রামচন্দ্র ডোম, অমিয় পাত্র, নিরাপদ সর্দার, সমন পাঠক ও জাহানারা খানকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী সম্মেলন পরিচালনা করছেন।

You might also like!