West Bengal

4 months ago

Weather update for Bengal Sunday: শক্তি বাড়াচ্ছে রেমাল, জারি সতর্কতা

Remal increasing power, warning issued
Remal increasing power, warning issued

 

কলকাতা, ২৬ মে: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দফতরের তরফে বিকেলের পর অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। রেমালের প্রভাবে ইতিমধ্যেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতাতেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, রবিবারই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়।

গোসাবায় ভোর থেকেই শুরু হয়েছে ব্যাপক ঝড়-বৃষ্টি। তার মধ্যেই চলছে ফেরি সার্ভিস। বদ্বীপের বাসিন্দারা বৃষ্টি মাথায় করেই ফেরি পারাপার করছেন। রাতে নদীতে কোটাল চলবে। ফলে বন্ধ থাকবে পারাপার। তাই আগেভাগেই নিরাপদ আশ্রয়ের খোঁজে সুন্দরবনের প্রত্য়ন্ত অঞ্চলের বাসিন্দারা।


You might also like!