West Bengal

4 months ago

Weather Forecast: রেমালের প্রভাবে বৃষ্টি শুরু বঙ্গে

Heavy rainfall for cyclone Remal (File Picture)
Heavy rainfall for cyclone Remal (File Picture)

 

কলকাতা, ২৬ মে: ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ইতিমধ্যেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবার। সুন্দরবন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। জানা গেছে, সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।

রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কয়েকটি জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরেও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।


You might also like!