Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

West Bengal

1 month ago

Train Cancelled: সাঁতরাগাছি ইয়ার্ডে সিগন্যাল বিপর্যয়ে বাতিল একাধিক ট্রেন, হাওড়া স্টেশনে চরম ভোগান্তি

Major disruption in signaling system, nearly 200 locals and multiple express trains cancelled
Major disruption in signaling system, nearly 200 locals and multiple express trains cancelled

 

হাওড়া, ২০ মে  : সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ফেলিওরের জেরে হাওড়া স্টেশন থেকে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। নন ইন্টারলকিং কাজের কারণে বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে না পারায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। হাওড়া নিউ কমপ্লেক্সে এই গরমে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন। অনেকে গতকাল রাত থেকেই স্টেশনে উপস্থিত থাকলেও এখনও জানতে পারেননি কবে ছাড়বে তাদের ট্রেন।

রেল সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি ইয়ার্ডে চলমান নন ইন্টারলকিং কাজের ফলেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রুট ডাইভার্সনের প্রক্রিয়া এবং সিগন্যাল সিস্টেম সাময়িকভাবে অচল হওয়ায় ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। এর ফলে বাতিল করা হয়েছে পূর্বনির্ধারিত একাধিক দূরপাল্লার ট্রেন। পাশাপাশি কিছু ট্রেন বড়সড় দেরিতে ছাড়ছে। হাওড়া স্টেশনে অপেক্ষারত যাত্রী কৌশিক মণ্ডল বলেন, “গতকাল রাত ১০টায় এসেছিলাম, এখনও জানি না ট্রেন কবে ছাড়বে। পরিবার নিয়ে এই গরমে স্টেশনে দাঁড়িয়ে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে।” আর এক যাত্রী সাহানাবাজ জানান, “টিকিট কেটে রওনা দিলাম, এখন দেখি ট্রেনই বাতিল হয়েছে। না আছে সঠিক ঘোষণা, না আছে বিকল্প ব্যবস্থা।”

আকাশ রাজাক নামের এক যাত্রী বলেন, “নন ইন্টারলকিং কাজ চলছে সেটা আমরা বুঝি, কিন্তু আমাদের আগেভাগে জানানো হলে অন্তত ভোগান্তি কম হত।” রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কাজ শেষ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি চলবে। তবে দ্রুত সমস্যার সমাধান করতে আধিকারিক ও প্রযুক্তিগত দল কাজ করছে বলে আশ্বাস দিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এর পাশাপাশি যাত্রীদের জন্য পানীয় জল, বিশ্রামের জায়গা ও পর্যাপ্ত তথ্য সরবরাহের ব্যবস্থা রাখার কথাও জানানো হয়েছে। যাত্রীদের দাবি, পূর্ব পরিকল্পিত এই কাজের জন্য রেলের তরফে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ছিল যাতে সাধারণ যাত্রীরা এমন দুর্ভোগের মুখে না পড়তেন।


You might also like!