West Bengal

1 month ago

Earthquake in Sikkim:সিকিমের সোরেং-এ মৃদু তীব্রতার ভূমিকম্প; কম্পাঙ্ক ৪.৪, কম্পন উত্তরবঙ্গেও

Earthquake in  Sikkim
Earthquake in Sikkim

 

কলকাতা, ৯ আগস্ট : হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিমের সোরেং। শুক্রবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪। সিকিমে অনুভূত হওয়া এই ভূকম্পন টের পাওয়া যায় উত্তরবঙ্গেও। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে ভূকম্পন টের পাওয়া যায়। বৃহস্পতিবার সকাল ৬টা ৫৭ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল সিকিমের নামচি থেকে ৯ কিলোমিটার দূরে। কম্পন টের পাওয়া গিয়েছে পড়শি দেশ ভুটানেও। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। কম্পনের উৎসস্থলটির অবস্থান দার্জিলিং থেকে ২২ কিলোমিটার দূরে, উত্তর সিকিমের রাবাংলার কাছে। সকালে যখন কম্পন অনুভূত হয়, তখন অনেকেই ঘুমিয়েছিলেন। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন ভূমিকম্প টের পাওয়া কিছু মানুষ।


You might also like!