West Bengal

4 months ago

Mamata Banerjee: নির্বাচনী লগ্নে ফের নির্বাচন কমিশনকে কটাক্ষ মমতার

Mamata Banerjee & Election Commission (File Picture)
Mamata Banerjee & Election Commission (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ নির্বাচন পর্ব, আবার কখনও প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে কথা এসব নিয়ে নির্বাচনী লগ্নের একেবারে প্রথম দিক থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানান অভিযোগ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবার কমিশনকে 'কলের পুতুল' বলে নিশানা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলীর চুঁচুড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুবিধার্থেই এই আড়াই মাস ধরে ভোটদান প্রক্রিয়া চলে আসছে। 

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, "নির্বাচন কমিশনতো কলের পুতুল! মোদি ঘোরাচ্ছেন, ওরা ঘুরছেন। আড়াই মাস ধরে দেশে নির্বাচন চলছে। আর বুঝি কাজ নেই দেশে? পাঁচ বছরের মধ্যে এক বছর যদি নির্বাচনেই চলে যায়, তা হলে চার বছরে সব কাজ হবে কী করে? এই গরমে এত কষ্ট হচ্ছে মানুষের, কমিশন কি একবারও এসে দেখে গিয়েছে?’ তাঁর সংযোজন, ‘শুধু মোদীবাবুকে সুযোগ দেওয়ার জন্য বসে রয়েছে কমিশন। তিনি যাতে সারা দেশ ঘুরে প্রচার করতে পারেন, সেই জন্যই এমন দীর্ঘ ভোট পর্ব।’

You might also like!