West Bengal

4 months ago

Mamata Banerjee : শাহের তৃণমূল বিরোধী মন্ত্যব্যের পাল্টা জবাব দিলেন মমতা!

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা বাংলা থেকে বিজেপির ঝুলিতে ৩০টি আসন এলেই তৃণমূল সরকার এখান থেকে বিদায় নেবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা, 'সাহস থাকা ভালো। দুঃসাহস থাকা ভালো নয়।' বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভা করেন শাহ।

তাঁর ভবিষ্যদ্বাণী, 'বাংলা থেকে এ বার ৩০টি আসন মোদীজির ঝুলিতে যাচ্ছে। এ রাজ্যে বিজেপি তিরিশটি আসন পেলেই তৃণমূল কংগ্রেস খণ্ড-বিখণ্ড হয়ে যাবে। সেইসঙ্গে মমতার সরকারও বিদায় নেবে।' ঠিক কীভাবে তৃণমূল সরকার বিদায় নেবে, তা বিস্তারিতভাবে বর্ণনা না করলেও রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৬-এর বিধানসভা ভোটের আগেই মমতার সরকার পড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

লোকসভা ভোটের দামামা বাজার আগে বীরভূমের সিউড়িতে সভা করতে এসে শাহ দাবি করেছিলেন, ২০২৬-এ নির্দিষ্ট সময়ের আগে ২০২৫-এই বাংলায় বিধানসভা ভোট হতে চলেছে। এদিনও তিনি একই ইঙ্গিত দিয়েছেন বলেই মনে করছেন অনেকে। বুধবার উত্তর ২৪ পরগনার পানিহাটির নির্বাচনী সভা থেকে মমতার জবাব, 'কত বড় সাহস! বলছে, আমরা বাংলায় বেশি আসন জিতব আর তৃণমূল সরকারকে ভেঙে দেবো। আমি বলি, ক্ষমতা থাকা ভালো, সাহস থাকাও ভালো। তবে দুঃসাহস থাকা ভালো নয়। মনে রাখবেন, তৃণমূল ভাঙার আগে তোমার কোমর ভেঙে দেবে বাংলার মানুষ। ভারতের মানুষ।'

শুধু বাংলা নয়, গোটা দেশের লোকসভা ভোটের ফলাফল সম্পর্কেও এদিন কাঁথি, ঘাটাল এবং পুরুলিয়ার সভা থেকে একই ভবিষ্যদ্বাণী করতে দেখা গিয়েছে শাহকে। তাঁর দাবি, 'পাঁচ দফার ভোটের শেষে মোদীজি ৩১০টি আসন টপকে গিয়েছেন। বাকি দু'দফার ভোট চারশো পার করার লড়াই।' পানিহাটির সভা থেকে মমতা সেই সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছেন, 'এনডিএ-কে হটিয়ে ইন্ডিয়ার সরকার তৈরি করব।'

তাঁর কথায়, 'আমরা যত বেশি সিট জিতব, বিজেপিকে দূর দূর করে লোকসভা থেকে তাড়িয়ে দিতে তত সুবিধা হবে। মোদী হারছে, জেনে রাখবেন।' দেশের কোন কোন কোন রাজ্যে বিজেপি বিপর্যয়ের মুখে পড়তে চলেছে, তা ব্যাখ্যা করে তৃণমূলনেত্রীর সংযোজন, 'উত্তরপ্রদেশে, বিহারে, রাজস্থানে বিজেপি হারছে। দিল্লি, পাঞ্জাবেও হারছে।' ওডিশাতেও পদ্ম প্রার্থীরা জিততে পারবে না বলে মমতার অভিমত।

'ইন্ডিয়া' জোট ক্ষমতায় এলে সরকারিস্তরে কী কী পদক্ষেপ করা হবে, তার ফিরিস্তি ইদানীং বিভিন্ন জনসভা থেকে দেওয়া শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ক'দিন আগেই তিনি বলেছেন, তাঁদের সরকার সিএএ বাতিল করবে। পাল্টা নরেন্দ্র মোদী, অমিত শাহরা বাংলায় এসে সুর চড়িয়ে দাবি করছেন, ৪ জুন ফল প্রকাশের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া শুরু হবে।

এদিন পুরুলিয়ার জনসভা থেকে শাহের নতুন সংযোজন, 'বাংলার মানুষ আপনারা ইভিএম মেশিনে পদ্ম-চিহ্ন খুঁজে বের করুন, ৪ জুনের পর তৃণমূলের দুষ্কৃতীদের খুঁজে বের করার কাজ বিজেপি করবে।'

You might also like!