West Bengal

4 months ago

J. P. Nadda:'ইন্ডি' জোট ফের ভারতকে ভাগের পথে নিয়ে যাচ্ছে, তোপ নাড্ডার

J. P. Nadda
J. P. Nadda

 

কলকাতা: সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা যাবে না। কিন্তু এই ‘ইন্ডি’ জোট মুসলিম লীগের এজেন্ডা (যে নীতিতে ভারত ভাগ হয়েছিল) অনুসরণ করে পুনরায় ভারতকে বিভাজন করতে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি লিখেছেন, “রাহুল গান্ধী সংবিধানের পুস্তিকা নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু যখন হাইকোর্ট থেকে এই ধরনের বিষয়ে কোনও রায় দেওয়া হয় এবং ইন্ডি জোটের মুসলিম তোষণ প্রকাশ্যে আসে এবং ইন্ডি জোটের কার্যকলাপে তোষণের রাজনীতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়, তখন তারা নীরব হয়ে যায়।”

নাড্ডার মন্তব্য, “ভারতের জনগণ নির্বাচনে এইসব লোকদের উপযুক্ত শিক্ষা দেবে। পশ্চিমবঙ্গের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণের রাজনীতির বিরুদ্ধে ভোট দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় নিশ্চিত।”


You might also like!