West Bengal

3 months ago

Weather forecast bengal: তীব্র গরমের মধ্যে সুখবর! বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়াও

Chance of rain in South Bengal from Wednesday (File Picture)
Chance of rain in South Bengal from Wednesday (File Picture)

 

কলকাতা, ১০ জুন: তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। তবে, তার আগে মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে সোমবারের মতোই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভ্যাপসা গরম অনুভূত হবে। গরমের অস্বস্তিও থাকবে। তাপমাত্রা আরও অন্তত দুই ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।তবে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হতে চলেছে। বৃষ্টি হবে কলকাতাতেও। আগামী বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে গরমও থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

You might also like!