West Bengal

4 months ago

Liluah: লিলুয়াতে লাইনচ্যুত ফাঁকা ট্রেন; হাওড়া-বর্ধমান শাখায় ব্যাহত পরিষেবা, ভোগান্তি যাত্রীদের

Liluah Station (File Picture)
Liluah Station (File Picture)

 

হাওড়া, ২৮ মে : পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল একটি লোকাল ট্রেন। মঙ্গলবার সকাল ৭.০৫ মিনিট নাগাদ লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়া ট্রেনটি ফাঁকা ছিল। তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে, হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। তাছাড়া অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। আধ ঘণ্টা পর ডাউন লাইনে এক এক করে ট্রেন ছাড়তে শুরু করে। তবে ধীর গতিতে চলতে থাকে ট্রেন।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু সকাল ৭.০৫ মিনিট নাগাদ ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল, বর্ধমান লোকাল। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র বলেন, “দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে।"

You might also like!