West Bengal

2 hours ago

Hawala Case: রিষড়ায় ইডি-র হানা, স্থানীয়দের মধ্যে কৌতূহল

Hawala Case ED Raid Operation in Rishra
Hawala Case ED Raid Operation in Rishra

 

হুগলি, ১৭ ডিসেম্বর : হুগলির রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে একটি বাড়িতে হানা দিলেন ইডি-র আধিকারিকরা। ওই বাড়ির বাসিন্দা কৈলাশ কুমার ভার্মা। হুন্ডি কারবারি বলে জানা গিয়েছে। তিনটি গাড়িতে ছয় জন সিআইএসএফ জওয়ানকে নিয়ে পাঁচজন ইডি আধিকারিক ওই বাড়িতে ঢোকেন। দীর্ঘ সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ।

হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান বলেই জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন থেকেই এই পরিবার এখানে থাকে। কিন্তু খুব বেশি যে বাইরের লোকজনের সঙ্গে দেখা হয় এমনটা নয়। সকলের সঙ্গেও খুব বেশি কথাও বলেন না। স্থানীয়দের মধ্যে বাড়ছে কৌতূহল।

You might also like!