West Bengal

2 days ago

Earthquake in Bay of Bengal:বঙ্গোপসাগরে ভূমিকম্প; কেঁপে উঠল কলকাতাও, তীব্রতা ৫.১

Earthquake in Bay of Bengal
Earthquake in Bay of Bengal

 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬.১০ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও ঢাকা-সহ পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে কলকাতাও। কম্পন অনুভূত হয়েছে ওড়িশাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, হলদিয়া থেকে ২৮৬ কিলোমিটার দক্ষিণে এবং কলকাতা থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

You might also like!