দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ইতিমধ্যে নির্বাচন কমিশনের ঘোষণা হয়েছে কোচবিহার জেলার সিতাই বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ। শনিবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টি সিতাইয়ে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল। প্রার্থী হলেন দীপক কুমার রায়। গত একুশে নির্বাচনেও তিনি বিজেপি প্রার্থী ছিলেন।
প্রার্থী ঘোষণা হতেই দীপক বাবু বলেন - মানুষ যদি সঠিকভাবে তার ভোট প্রয়োগ করতে পারে তবে এবারের ভোটে বিজেপি জয়লাভ করবে। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবেই সিতাইয়ের মত জায়গায় ভোট সম্ভব না তবে কেন্দ্রীয় বাহিনীকে তো পরিচালনা করবে রাজ্য পুলিশ সেক্ষেত্রে সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী যদি তার কাজ করতে পারে এবং মানুষ যদি তার ভোট দিতে পারে তবে অবশ্যই এবারের ভোটে বিজেপি জয়লাভ করবে।
উল্লেখ্য উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে প্রচারে ঝড়
তুলেছে শাসকদল যদিও এখনো তাদের প্রার্থী ঘোষণা হয়নি এরই মাঝে শনিবার সন্ধ্যায় বিজেপি
প্রার্থী ঘোষণা উপনির্বাচনের আগে প্রচারের ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে গেল বিজেপি
বলেই মত রাজনৈতিক মহলে। অপরপক্ষে সিতাই চিরকালই তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত এবার
উপ নির্বাচনে কি সেই একই ধারা বজায় থাকবে নাকি? জোড়া ফুলের গড়ে পদ্ম ফুটবে তার জন্য
অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।