West Bengal

4 months ago

AC outage in Bandebharat Express:বন্দেভারতের এসি খারাপ, ট্রেনের ভিতর ছাতা খুলে সফর যাত্রীদের

AC outage in Bandebharat Express
AC outage in Bandebharat Express

 

বীরভূম, ২২ মে  :শিলিগুড়ি-হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে বিকল এসি থেকে জল পড়ছে ৷ ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে যাত্রীরা ৷ বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পরেন যাত্রীরা ৷ রেলকর্মীরা জল মুছে কোন রকমে বিষয়টি সামাল দেন৷

শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে এসি বিভ্রাট। ডাউন বন্দেভারত এক্সপ্রেসের সি ১৩ কামড়ায় এসি বিকল হয়ে যায়৷ মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে৷ জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় যাত্রীদের। যা কার্যত বিরল৷ যাত্রীদের অভিযোগ, এসি বিকল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়৷ তার উপর জল পড়া শুরু হয়৷ টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকেও কোন ফল হয়নি বলে অভিযোগ।তাই বোলপুর স্টেশন ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পরেন যাত্রীরা। তড়িঘড়ি রেলকর্মীরা এসে জল মুছে কিছুটা সামাল দেন৷

যাত্রীরা বলেন, "এত টাকা দিয়ে টিকিট কাটতে হয়৷ ফাস্ট ক্লাস একটা ট্রেনের পরিষেবা কেন এত নিন্মমানের হবে? আমরা টিটিকে বার বার বলেছি, উনি কোন ব্যবস্থা করতেই পারেননি৷ ট্রেনের মধ্যে জালনা নেই, এসি খারাপ, জল পড়ছে ভাবুন তো কি অবস্থা।"


You might also like!