কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : পানাগড়-কাণ্ডে অবশেষে গ্রেফতার সাদা গাড়ির মালিক বাবলু যাদব। তাঁকে বৃহস্পতিবার গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ ধৃতকে নিয়ে আসা হয় কাঁকসা থানায়। রবিবার পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় চন্দননগরের তরুণী সুতন্দ্রার। মৃতের পরিবারের তরফে ইভটিজিংয়ের জেরে এই গাড়ি দুর্ঘটনা বলে দাবি করা হলেও, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ঘটনার পর দিন সাংবাদিক বৈঠক করে জানান, ইভটিজিংয়ের কোনও ঘটনার অভিযোগ তাঁরা পাননি। গাড়ির রেষারেষির জেরে এই দুর্ঘটনা ঘটে। পানাগড় কাণ্ডে তরুণীর মৃত্যুর পরই জানা গিয়েছিল একটি সাদা গাড়ির কথা। অভিযোগ ছিল, ওই গাড়িতে থাকা যুবকরাই নাকি উত্যক্ত করছিল মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে। ইভটিজারদের হাত থেকে বাঁচতেই প্রাণ খোয়াতে হয়েছে তরুণীকে। ঘটনার ৪ দিন পর অভিযুক্তদের সাদা গাড়ির মালিক বাবলু যাদবকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার দিন চালকের আসনে ছিলেন বাবলুই।