West Bengal

2 days ago

Road accident in kulti: ফের দুর্ঘটনার কবলে মহাকুম্ভগামী বাস, কুলটিতে জখম ১৫ জন পুণ্যার্থী

Road accident in kulti (Symbolic picture)
Road accident in kulti (Symbolic picture)

 

আসানসোল, ২৫ ফেব্রুয়ারি : আবারও দুর্ঘটনার কবলে পড়ল মহাকুম্ভগামী একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি। যার জেরে জখম হয়েছেন প্রায় ১৫ জন পুণ্যার্থী। মঙ্গলবার আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডুবুর ডিহি চেকপোস্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে প্রয়াগরাজ যাচ্ছিল। আহতদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!