Video

1 year ago

Weather Update: আবহওয়া খবর

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পূর্বাঞ্চলীয় অধিকর্তা। আবহাওয়া দপ্তর।

★রাজ্যের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় শুধু হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলের তিন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা তে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুরের মধ্যে উপকূলের অংশেই এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মূলত মেঘলা থাকবে।

★উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট আরো দুদিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। বিহার সংলগ্ন জেলাগুলিতে উপ আসার সম্ভাবনা বেশি থাকবে।

★রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী ৪৮ ঘন্টায়। সামান্য পরিবর্তন হলেও খুব একটা তাপমাত্রা কমবে না।

★বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই সাগর থেকে জলীয় বাষ্পে ঢুকছে। উল্টোদিকে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব ও থাকছে। এই কারণে পশ্চিমের দিকে জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা ।

You might also like!