Video

2 months ago

Purulia Heatwave | রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে তীব্র গরমে পুড়ছে পুরুলিয়াও

 

রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে তীব্র গরমে পুড়ছে পুরুলিয়াও। তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে। একদিকে মাথার উপর সূর্য আগুন বর্ষণ করছে। অন্যদিকে সেই সঙ্গে বাতাসে যথেষ্ট জলীয় বাস্প থাকার কারণে বেড়েছে অস্বস্তি। গত কয়েক দিনে অনেকেই অসুস্থও হয়েছেন । বয়স্ক মানুষ এবং শ্রমিকরা পড়েছেন প্রচণ্ড সমস্যায়। তীব্র গরমে রাস্তাঘাটে দেখা যাচ্ছে অস্বস্তির প্রভাব। বেলা বাড়তেই শুনশান হয়ে যাচ্ছে পথঘাট । যে\'কজন বেরোচ্ছেন তাঁরাও ভিড় জমাচ্ছেন পানীয়র দোকানে।বিক্রি বেড়েছে তরমুজ এবং বেলের । ছাত্রছাত্রীদের জন্য আগামী ২৯ তারিখের পর সরকারী স্কুলে দেওয়া হচ্ছে ছুটি। বহু স্কুলেই পঠনপাঠন হচ্ছে সকালে।

You might also like!