Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Video

3 months ago

Waqf Amendment Bill | ওয়াকাফ বিল বাতিলের দাবিতে কেশপুরের রাজপথে মুসলিম সম্প্রদায়ের মানুষ!

 

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় সরকার ওয়াকাফ বিল নতুন করে সংশোধন করে সংসদের দুই কক্ষে পাস করানোর পর রাষ্ট্রপতি সই করে আইনে পরিণত করেছে। তারই প্রতিবাদে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের মুগবসানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন পথে নেমে বিক্ষোভ মিছিল প্রদর্শন করলেন। তাদের দাবি এই নতুন আইন মুসলিম সম্প্রদায়ের মানুষ জনদের জনস্বার্থ বিরোধী। তাই অবিলম্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে এই বিল প্রত্যাহার করতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। মুখবাসান গ্রামের শেখ মোহাম্মদ আজিজুল রহমান বলেন, কেন্দ্রীয় সরকার সংসদ ভবনে তার সংখ্যাগরিষ্ঠতার যেরে এই ওয়াকাফ বিল তীব্র বিরোধিতা সত্ত্বেও জোর করে পাস করিয়ে নেয়। পরবর্তীকালে তা রাতের অন্ধকারে রাষ্ট্রপতির সই এর মাধ্যমে আইনে পরিণত হয়েছে। এতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ক্ষমতা খর্ব করা হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছিল মুসলিম সম্প্রদায়ের মসজিদ, ঈদগা, মাদ্রাসা ও কবরস্থান দেখাশুনা ও রক্ষণাবেক্ষণ করার। কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইন পাস এর মধ্য দিয়ে তা কেড়ে নিতে চেয়েছে। আমরা তা কোনভাবেই মেনে নেব না। এরই প্রতিবাদে আমরা আগামী ১০ এপ্রিল কলকাতার রামলীলা ময়দানে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি। সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন আপনারা সবাই সমাবেশে যোগদান করুন। তিনি বলেন ইতিমধ্যেই বিজয়নগরের কবরস্থান সিজ করে দেওয়া হয়েছে। স্বাধীনতার পূর্ববর্তী আমল থেকে যে ক্ষমতা রক্ষণাবেক্ষণ এর ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের কাছে ছিল এই ওয়াকাফ বিল পাস করার পর তা লঙ্ঘিত হল। যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই কালা আইন প্রত্যাহার করছেন, ততদিন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো।

You might also like!