দেউচা পাচামী কয়লা শিল্পে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল জেলাশাসক দপ্তরের কনফারেন্স হল থেকে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় এডিএমজি নিতু শুক্লা এডিএমডি বিশ্ববিজয় মোদক সহ এই কয়লা শিল্প প্রজেক্ট এর বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা যেখানে প্রায় এক থেকে পনেরো নোটের যে সকল চাকরি দাতাদের চাকরি আটকে ছিল সমস্যার জন্য তাদের সহ প্রায় ৫৩ জনকে মোট চাকরির নিয়োগ চতুর্থ শ্রেণি পদে তুলে দেয়া হলো।