Video

1 year ago

হাওড়া :আইসা হাওড়া জেলা সভাপতিকে পরীক্ষা কেন্দ্রে হেনস্থা !

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আজ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের ৫ম সেমিস্টারের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ছিলো। মনীন্দ্র চন্দ্র কলেজের ছাত্র সঙ্কেত ঘোষ, যিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের হাওড়া জেলার সভাপতি। তাদের পরীক্ষার আসন পড়েছিলো সূর্য সেন স্ট্রিটের সিটি অফ কমার্স কলেজে। সেখানের 4B পরীক্ষাকেন্দ্রের পরীক্ষক সঙ্কেত ঘোষকে হেনস্থা করেন। তাঁকে বলপূর্বক হিন্দীতেই কথা বলার জন্য চাপ দিতে থাকেন, তখন সঙ্কেত জানান তিনি হিন্দী ভালো বলতে পারেন না, তখন তাকে বলা হয়, তিনি কি পাকিস্তানি! তিনি কেন রাষ্ট্রভাষা বলতে পারবেন না! এভাবে পরীক্ষাকেন্দ্রের মধ্যে সবার সামনেই তাকে হেনস্থা করতে থাকেন ওই পরীক্ষক। আমরা অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে ওই পরীক্ষকের শাস্তির দাবি জানাচ্ছি। আগামীদিনে কোনও ছাত্রছাত্রীকে যাতে এই ধরণের হেনস্থার সম্মুখীন না হতে হয়, সেটাও নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়কে।

 একইসঙ্গে তীব্র উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি এই ঘটনা দেখিয়ে দিচ্ছে, এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানারকম ভাবে সাম্প্রদায়িক, বর্ণগত ও ভাষিক বিভাজন ও হেনস্থার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে অবিলম্বে সচেতনতা তৈরির জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে।


You might also like!