Video

1 year ago

Honey: আবহাওয়া এবং পাইকারি দাম কম হওয়ায় ক্ষতির মুখে মধু চাষিরা

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রত্যেক বছরই এই সময়টায় বহু দূর-দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সর্ষে ফুলের জমিতে ইতালিয়ান মৌমাছিদের প্রতিপালন করে মধু চাষের আসায় এই জেলায় আসেন। বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে মধু চাষীরা।তবে চলতি মরসুমে আবহাওয়া ও পাইকারি দাম কম হওয়ার কারণে ক্ষতির মুখে  দক্ষিণ দিনাজপুরের মধু চাষীরা।

You might also like!