Video

1 year ago

দেশের অগ্রগতিতে অর্থনৈতিক শিক্ষা বিশেষ জরুরি

 

    দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   দেশের অগ্রগতিতে অর্থনৈতিক শিক্ষা বিশেষ জরুরী বলে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন। কলকাতায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ জি-টোয়েন্টি বৈঠকের দ্বিতীয় দিনে ছাত্র-ছাত্রীদের নিয়ে ফিন্যান্সিয়াল লিটারেসি ফর আগুমেন্টিং ডিজিটাল ফিনান্সিয়াল ইনক্লুশন শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী জানান,কিভাবে টাকা আয়,সঞ্চয় এবং ব্যয় করতে হবে সে বিষয়টি জানা অত্যন্ত জরুরী। কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য আর্থিক অপচয় বন্ধ করা। এর জন্য ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা অর্থনৈতিক পরিচালন ব্যবস্থাকে সঠিক রাখতে হবে। এর ফলে দেশকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মন্ত্রী আশাবাদী। ন্যাশনাল সেন্টার ফর ফিনান্সিয়াল এডুকেশন ও জাতীয় গ্রামীণ ব্যাংক নাবার্ডের উদ্যোগে এই অনুষ্ঠানে নাবার্ডের কলকাতা রিজিয়নের চিফ জেনারেল ম্যানেজার উষা রমেশ, অর্থ মন্ত্রকের আর্থিক বিষয়ক উপদেষ্টা বীরেন্দ্র সিং প্রমূখ বক্তব্য রাখেন .

You might also like!