Video

2 months ago

Bird Shelter | ঝড়ে ঘরছাড়া পাখিদের আশ্রয়স্থল ময়নাগুড়ির চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়ে

 

ঝড়ে ঘরছাড়া পাখিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে ময়নাগুড়ির চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়।বছর খানেক আগে শুরু হওয়া এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহিত পড়ুয়ারা। নানান দায়িত্ব পালন করছেন তাঁরা। প্রধান শিক্ষক সঞ্জয় ভৌমিক জানিয়েছেন, পাখিদের প্রতিটি বাসা আজ যেন এক একটি পরিবারের চেহারা নিয়েছে। সহকারী প্রধান শিক্ষক প্রসেনজিৎ রায় বিশদে জানান, এই উদ্যোগ সম্পর্কে।

You might also like!