দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাধারণত ভারতীয়রা কম খরচে বিদেশ যাত্রার জন্য ভুটানকে বেছে নেয়। বিশেষত, বাঙালিদের মধ্যে ভুটান ভ্রমণের চাহিদা বেশি। এবার আরও কম খরচে আপনি ভুটান বেড়াতে যেতে পারবেন। কিন্তু শর্ত একটাই। আপনাকে সেখানে বেশি রাত কাটাতে হবে। সাধারণত ৭ দিনের ট্রিপ হয় ভুটান। কিন্তু আপনি যদি সে দেশের হোটেলে ৮ দিন রাত্রিযাপন করেন, আপনাকে শুধু ৪ দিনের হোটেল ভাড়া গুনতে হবে। বাকি ৪ দিনের হোটেল ভাড়া সম্পূর্ণরূপে ফ্রি।
কোভিড অতিমারীর জেরে দু'বছরের জন্য বন্ধ ছিল ভুটান পর্যটন। যার জেরে বিপুল ক্ষতির মুখে পড়ে দেশের অর্থনীতি। ২০২২-এ ফের পর্যটকদের জন্য দরজা খুলে দেয় থিম্ফু। ওই বছর থেকেই দু'বছরের আর্থিক ক্ষতি পোষাতে SDF-র পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় হিমালয়ের কোলের ওই দেশ।
উল্লেখ্য, এর আগে ভুটানে যাওয়ার ক্ষেত্রে দিনে SDF দিতে হত মাত্র ৬৫ মার্কিন ডলার। গত বছর তা একলাফে ২০০ মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়ে দেয় থিম্ফু প্রশাসন। চলতি বছরে পুজোর মুখে ফের তা কমে দাঁড়িয়েছে ১০০ মার্কিন ডলার। অর্থাৎ বর্তমান নিয়মে গ্লোবাল ট্যুরিস্টদের ভারতীয় মুদ্রায় ১৬ হাজার ৫২৩ টাকা বদলে দিতে হবে মাত্র ৮ হাজার ২৬১ টাকা।
তবে SDF-র এই খরচ ভারতীয়দের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে থিম্ফু প্রশাসন। ভুটান ভ্রমণে অতিরিক্ত ছাড় পান ভারতীয়রা। নিয়ম অনুযায়ী, ভারতীয় পর্যটকদের মাথাপিছু SDF দিতে হবে ১৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা মাত্র ১২৪০ টাকা। প্রসঙ্গত, পাঁচ বছরের নীচের শিশুদের কোনও ফি দিতে হবে না।
চলতি বছরের জুনে ভুটানের পর্যটন বিভাগের তরফে SDF নীতির পরিবর্তন করে। এর পরই সরকারিভাবে এই নিয়ে জারি হয় নির্দেশিকা। সেখানে বলা হয়, আটদিনের জন্য ভুটান বেড়াতে গেলে প্রথম চারদিনের ট্যুরিস্ট ফি দিলেই হবে। সেক্ষেত্রে বাকি চারদিনের ট্যুরিস্ট ফি মকুব করে দেবে সরকার। আবার ১২ দিনের জন্য ফি জমা দিলে গোটা মাসের ফি মকুবের কথা ঘোষণা করেছে থিম্ফু।
গত বছর SDF বৃদ্ধির পর থেকেই ভুটানে পর্যটকের সংখ্যা উল্লেখ্য হারে কমছিল। চলতি বছরের জানুয়ারিতে ৫৬ হাজারের সামান্য বেশি পর্যটকের পা পড়ে হিমালয়ের কোলের এই দেশে। এর মধ্যে ভারতীয়র সংখ্যা ছিল ৪২ হাজার। পর্যটকের সংখ্যা কমায় ফি কমানোর সিদ্ধান্ত নিল থিম্ফু প্রশাসন।
ভুটানের পর্যটনের বিভাগের প্রধান দরজি ধ্রাদুল জানিয়েছেন, "সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ বেড়াতে আসেন। এই চারমাসে নানা ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যা দেখতে আসেন অনেকে। ফি কমানোয় ভারত-সহ সব জায়গা থেকেই পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশাবাদী আমরা।"