Travel

5 months ago

Paushi Village: গ্রাম বাংলার শান্তির খোঁজে আপনি? ঘুরে আসতে পারেন এই জায়গায়

Paushi Village (File Picture)
Paushi Village (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির পায়ের তলায় সর্ষে। সপ্তাহান্তে মাঝে মধ্যেই বাঙালি বেড়িয়ে পড়েন দীঘা, পুরী কিংবা দার্জিলিং থেকে। তবে আপনি যদি সেই মানুষটি হন, যার এর বাইরেও গ্রাম বাংলার প্রকৃতির সাথে সময় কাটাতে ভালো লাগে, তাহলে ঘুরে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের পাউশি থেকে।

কী দেখবেন?

গ্রামের সহজ-সরল জীবন আর প্রকৃতি। বাগদা নদীর তীরে ধানখেত, পুকুর, সবুজ গাছগাছালির ছাওয়ায় ছোট্ট গ্রাম পাউশি। এখানে রয়েছে এক গ্রামীণ সংগ্রহশালা। সেখানে দেখতে পাবেন হুঁকো, ঢেঁকি, লাঙল, চরকা, তাঁত, কুমোরের চাকি বা গরুর গাড়ির মতো জিনিস। ইচ্ছে হলে ভ্যানে করে কুমোরপাড়া থেকেও ঘুরে আসতে পারেন।

কীভাবে যাবেন?

বাস বা গাড়িতে গেলে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে বম্বে রোড ধরে কোলাঘাট। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটু এগোলেই হলদিয়া মোড়। সেখান থেকে নন্দকুমার, মঠচণ্ডীপুর, হেড়িয়া হয়ে রসুলপুরে নদীর উপর সেতু পেরলেই কালীনগর বাসস্ট্যান্ডে নামতে হবে। ভ্যানরিকশায় গ্রামের পথ পেরিয়ে পৌঁছে যাবেন পাউশি। দূরত্ব ৬ কিলোমিটার। তাম্রলিপ্ত এক্সপ্রেস, কাণ্ডারি এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেসে এলে নামতে হবে ২৪ কিলোমিটার দূরের কাঁথিতে।

কোথায় থাকবেন?

শান্ত এই প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য রয়েছে মনচাষা রিসর্ট। নদীর তীরে বাঁশ, খড়, হোগলা দিয়ে তৈরি কটেজগুলো সত্যিই সুন্দর। সমস্ত সুযোগ-সুবিধাই আধুনিক মজুত রয়েছে৷ ভাড়া ফোন করে জেনে নিতে পারেন। তা গুগলে খুঁজলেই পেয়ে যাবেন। যদি কাঁথি বা কালীনগর পৌঁছান তাহলে সেখান থেকে পিকআপের বন্দোবস্তও আছে। তাই নিশ্চিন্তের এই ঠিকানায় ঘুরে আসতেই পারেন দুটো দিন। 

You might also like!