Technology

6 months ago

সবচেয়ে স্টাইলিস Motorola Razr 50 সিরিজ জেনে নিন কবে লঞ্চ হবে এই ফ্লিপ স্মার্টফোন

Motorola razr 50
Motorola razr 50

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমোটোরোলা (Motorola) ফ্যানদের জন্য রয়েছে দারুণ খবর। সংস্থাটি তাদের আসন্ন ফ্লিপ ফোন সিরিজ Motorola Razr 50 এল লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। মোটোরোলা উইবোতে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে যে, Razr 50 সিরিজটি ২৫ জুন লঞ্চ হবে। এই সিরিজের অধীনে দুটি ফোন আসতে পারে – Razr 50 এবং Razr 50 Ultra। গত বছর লঞ্চ হওয়া Razr 40 সিরিজের উত্তরসূরি হিসেবে Razr 50 সিরিজ লঞ্চ করতে পারে সংস্থাটি। গত কয়েকমাস ধরেই সংস্থার এই ফোনগুলি নিয়ে লাগাতার আলোচনা চলছে। এদের বিশেষ ফিচার ও স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এই সিরিজের আল্ট্রা ভ্যারিয়েন্টটি স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ প্রসেসরের সাথে আসা বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন হবে।

কনফর্ম হল Motorola razr 50 সিরিজের লঞ্চ ডেট

কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার অনুযায়ী আগামী 25 জুন মোটো রেজার 2024 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করা হবে।

নীচে দেওয়া ইমেজ অনুযায়ী এই ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু এই ফোনটি razr 50 এবং razr 50 Ultra নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

razr 50 এবং razr 50 Ultra স্মার্টফোনগুলি একটি বড়ো ইভেন্টের মাধ্যমে চীনের সময় অনুযায়ী দুপুর 2:00 টোয় পেশ করা হবে।

Motorola razr 50 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

Motorola razr 50 ফোল্ডেবল স্মার্টফোনে 6.9-ইঞ্চির pOLED 120Hz মেইন ডিসপ্লে এবং 3.6-ইঞ্চির OLED সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Motorola razr 50 স্মার্টফোনে MediaTek Dimensity 7300X চিপসেট দেওয়া হবে।

Motorola razr 50 স্মার্টফোনে 8GB RAM সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

এই অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে।

Motorola razr 50 স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং এবং 4200mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

এই আপকামিং ফোনে 50MP + 13MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে।

razr 50 Ultra স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী আগের মডেল Motorola razr 40 Ultra ফোনের থেকে আপকামিং Motorola razr 50 Ultra স্মার্টফোনের ডিজাইন আরও সুন্দর দেখা যাবে।

এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড সহ লঞ্চ করা হতে পারে। তবে এতে 4000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

You might also like!