Breaking News
 
Red Fort Explosion: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! আগুনে পুড়ল একাধিক গাড়ি, মৃত্যু অন্তত আটজন—তদন্তে নামল এনআইএ ও এনএসজি Suvendu attack mamata banerjee : মমতা ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে : শুভেন্দু অধিকারী Prime Minister Narendra Modi : আরও ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু, বারাণসী থেকে সূচনা প্রধানমন্ত্রীর Michael Jackson Biopic: জাফর ইন দ্য হাউস! মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজ়ার প্রকাশ্যে, মামার চরিত্রে নজর কাড়লেন ভাইপো Shah Rukh Khan Aryan Khan:'বাদশা ঘনিষ্ঠ' ফাঁস করলেন বড় খবর: এবার আরিয়ানের নির্দেশনায় দেখা যাবে শাহরুখ খানকে? Rashmika Mandanna Vijay Deverakonda:বাগদানের আংটির দামই ২ লাখ! এবার উদয়পুরে কবে চার হাত এক হবে রশ্মিকা ও বিজয়ের?

 

Technology

1 year ago

Royal Enfield Hunter : বাইক-প্রেমীদের গ্ল্যামার বাড়াতে আসছে হিমালয়ানের থেকেও সস্তায় 450cc বাইক Hunter 450

Hunter 450
Hunter 450

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই রেঞ্জে একগুচ্ছ বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। এর মধ্যে অবশ্যি সবচেয়ে বেশি নজরকাড়তে চলেছে নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450। এই বাইকের পরীক্ষাও ইতিমধ্যে শুরু করে দিয়েছে সংস্থা। তবে হিমালয়ান ছাড়াও আরও একটি নতুন রোডস্টার নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড এমন খবর চাউর হয়েছে নেটমিডিয়ায়।

এই রোডস্টার হতে চলেছে নতুন হান্টার 450। এটি সংস্থার প্রথম 450 সিসি অ্যাডভেঞ্চার টুরার বাইক হতে চলেছে যা নেকেড রোডস্টার ডিজাইনে তৈরি করা হবে। জানা গিয়েছে, 450 সিসি সেগমেন্টে 5টি মোটরসাইকেল আনতে চলেছে সংস্থা। Royal Enfield Hunter 450-এর উন্নয়নের কাজে হাত লাগিয়েছে কোম্পানি। আবার শুরু হয়েছে টেস্টিং। সেই সময় ক্যামেরাবন্দি হয়েছে আপকামিং মোটরসাইকেলটি। তবে এটি কবে লঞ্চ হচ্ছে সেই সম্পর্কে এখনও কোনো তথ্য সামনে আসেনি, অনুমান করা হচ্ছে ২০২৪ এর শেষের দিকে বাজারে পা রাখতে পারে। জানা গেছে, Himalayan 450-এর থেকেও সস্তা হবে এটি।

ফাঁস হওয়া ছবিতে রয়্যাল এনফিল্ড হান্টার ৪৫০-এ অ্যালয় হুইলের দেখা মিলেছে। এ থেকে বলা যায় যে, টিউবলেস টায়ারে ছুটবে বাইকটি। অন্যদিকে হিমালয়ান ৪৫০-ও টিউবলেস টায়ার সমেত বেছে নেওয়া যায়। কিন্তু টিউবলেস স্পোক যুক্ত মডেলটি ভারতের বাজারে বিক্রি করে না কোম্পানি।

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, হান্টার ৪৫০-এ লং ট্রাভেল সাসপেনশন সহ ইউএসডি ফ্রন্ট ফর্কের বদলে সাধারণ টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন উপস্থিত। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে ও পেছনে দু’দিকেই রয়েছে ডিস্ক ব্রেক। ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম অফার করা হবে, যদিও এটি সুইচেবল কিনা তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া রয়েছে একটি ব্যাশ প্লেট।

সার্বিক ডিজাইনের প্রসঙ্গে বললে, এটি একটি রোডস্টার বাইক। তাই হ্যান্ডেলবার ও ফুটপেগ রাইডারের কাছাকাছি রয়েছে। নিত্যদিন যাতায়াত এমনকি হাইওয়েতে আরামদায়কভাবে রাইড করা যাবে। কিন্তু টেস্টিং মডেলে কোন উইন্ড প্রটেকশনের দেখা মেলেনি। বাইকটিতে হিমালয়ান ৪৫০-এর হেডল্যাম্প, টার্ন ইন্ডিকেটর এবং টেল ল্যাম্প চোখে পড়েছে। এছাড়া সার্কুলার ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দেখা মিলেছে।


You might also like!