Livelihood message

9 months ago

Primary TET 2023 Results Update: কবে প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশিত হবে? 'অ্যানসার কি' কবে আসবে? জানুন

Primary TET 2023 Results
Primary TET 2023 Results

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মার্চের শেষ বা এপ্রিলের গোড়ার দিকেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হতে পারে। বিষয়টি নিয়ে সরকারিভাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, এমনিতেই গতবারের থেকে এবার প্রাথমিক টেটের ফলপ্রকাশ করতে বেশিদিন লাগছে। সেই পরিস্থিতিতে বেশি দেরি করতে চাইছে না পর্ষদ। মার্চের শেষ বা এপ্রিলের গোড়ার দিকে প্রাথমিক টেটের ফলপ্রকাশ করতে দিতে চাইছে। আর ফলপ্রকাশের প্রথম ধাপ হিসেবে আগামী সপ্তাহেই ‘অ্যানসার কি’ প্রকাশ করা হতে পারে।

গতবার প্রাথমিক টেট হয়েছিল ১১ ডিসেম্বর (২০২২ সাল)। তারপর ২০২৩ সালের ১১ জানুয়ারি ‘অ্যানসার কি’ প্রকাশিত হয়েছিল। সেই ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করার জন্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট সময় দিয়েছিল পর্ষদ। তারপর ‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশিত হয়েছিল। আর ১১ ফেব্রুয়ারি প্রাথমিক টেটের ফল প্রকাশিত হয়েছিল। অর্থাৎ ৬২ দিনের মধ্যেই প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করে দিয়েছিল পর্ষদ।

কিন্তু এবার সেই দিনসংখ্যা ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। ২০২৩ সালের প্রাথমিক টেট হয়েছিল ২৪ ডিসেম্বর। কিন্তু এখনও প্রাথমিক ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়নি। পর্ষদ সূত্রে খবর, খুব শীঘ্রই সেই প্রতীক্ষার অবসান হবে। আগামী সপ্তাহেই প্রাথমিক টেটের ‘প্রভিশনাল অ্যানসার কি’ প্রকাশ করা হতে পারে। তারপর ‘প্রভিশনাল অ্যানসার কি’ চ্যালেঞ্জ করার জন্য পাঁচদিন থেকে সাতদিন দিতে পারে পর্ষদ। গতবার পাঁচদিনের ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হয়েছিল।

সূত্রের খবর, সেই ‘ডেডলাইন’ শেষ হওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত 'অ্যানসার কি' প্রকাশ করে দেওয়া হতে পারে। আর তার দিনতিনেকের মধ্যেই প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করে দিতে পারে পর্ষদ। অর্থাৎ সবকিছু ঠিকঠাক চললে মার্চের মধ্যেই প্রাথমিক টেটের ফল প্রকাশিত হয়ে যেতে পারে। নাহলে বড়জোর এপ্রিলের প্রথম-দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টেটের রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে বলে পর্ষদ সূত্রে খবর।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যস্ত ছিল পর্ষদ। সেদিকেই বেশি মনোযোগ দিতে হচ্ছিল। আর সেজন্যই এবার প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করতে কিছুটা দেরি হচ্ছে বলে পর্ষদ সূত্রে খবর।

You might also like!