Livelihood message

11 months ago

Class 11 exam: উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনই একাদশ শ্রেণির পরীক্ষা! বিস্তারিত জানুন

Class 11 exam (File Picture)
Class 11 exam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রধান শিক্ষকদের জন্যে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে স্কুলগুলি চাইলে একাদশ শ্রেণির পরীক্ষা নিতে পারবে। তবে পরীক্ষার সময়সূচী আগে থেকেই নির্ধারণ করে নিতে হবে এবং তা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পাঠাতে হবে।

১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার সময়ও এগিয়ে এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যেসব স্কুল এখনও একাদশ শ্রেণির পরীক্ষা নেয়নি, তারা মনে করলে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে দ্বিতীয়ার্ধে সেই পরীক্ষা নিতে পারবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয়ার্ধের পরীক্ষা নেওয়া যাবে। তবে এই সুযোগ শুধুমাত্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার বাকি থাকা স্কুলগুলির জন্য প্রযোজ্য।

You might also like!