Livelihood message

10 months ago

Bank Jobs: বেরোল IBPS PO-র মেনসের রেজাল্ট!

IBPS PO Mains Result Out!
IBPS PO Mains Result Out!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ IBPS-র প্রবেশনারি অফিসার (PO) নিয়োগের মেনস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। যে প্রার্থীরা মেনস পরীক্ষা দিয়েছেন, তাঁরা 'Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। যাঁরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ইন্টারভিউয়ের ডাক পাবেন। আইবিপিএসের সঙ্গে হাত মিলিয়ে সেই ইন্টারভিউ প্রক্রিয়া নেবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। একটি নির্দিষ্ট কেন্দ্রে সেই ইন্টারভিউ নেওয়া হবে। কোথায়, কখন সেই ইন্টারভিউ হবে; তা কললেটারে জানিয়ে দেওয়া হবে। যা পরবর্তীতে IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

You might also like!