Livelihood message

7 months ago

Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হল হেল্পলাইন নম্বর!

Madhyamik Exam 2024 (File Picture)
Madhyamik Exam 2024 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক হল পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় এক পরীক্ষা। তবে এ বছর বদলে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার সময়। তবে পূর্ব নির্ধারিত সময় ১২ টার পরিবর্তে এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৯.৪৫ মিনিট থেকে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা ৯.৪৫ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।

মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু বড় বদল এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল:

শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢোকার সময় এগিয়ে আনা হয়েছে। এবারের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। অর্থাৎ, উদাহরণস্বরূপ সকাল ৯:৪৫ মিনিটে পরীক্ষা শুরু হলে, সকাল ৭:৪৫ মিনিটে স্কুলে ঢুকতে হবে তাদের।

নির্দেশিকা অনুযায়ী, সকাল ৮ টার মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন সকাল সাড়ে আটটার পর থেকে।

পরীক্ষার হলে নকল রুখতে কড়া নজরদারি করা হবে। এবারের পরীক্ষায় প্রশ্নপত্রে কোড ব্যবহার করা হবে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় কোনও সিভিক ভলেন্টিয়র প্রবেশ করতে পারবেন না। যে বিদ্যালয়ে ‘বাউন্ডারি ওয়াল’ নেই, সিসিটিভি নেই, সেখানে কোনওরকম ভাবে পরীক্ষার সেন্টার হবে না।

এই বদলগুলি পরীক্ষার স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য করা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আগে ঢোকানোর ফলে তারা পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন। পাশাপাশি, পরীক্ষার হলে নকল রুখতে কড়া নজরদারি করা হলে পরীক্ষার্থীদের সৃজনশীলতা এবং মেধার মূল্যায়ন সঠিকভাবে করা সম্ভব হবে।

এই বদলগুলি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মনে প্রশ্ন জাগছে যে, এই বদলগুলি পরীক্ষার চাপ বাড়াতে পারে কি না। তবে, শিক্ষাবিদদের মতে, এই বদলগুলি পরীক্ষার স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য জরুরি ছিল।

এছাড়াও পর্ষদের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। একটি লিঙ্ক পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেটি https://wbbse.wb.gov.in. এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে নিজের অসুবিধার কথা জানাতে পারবেন। পরীক্ষা দিতে যাওয়ার পথে, হলে কিন্তু পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হলে, সেটিও জানাতে পারবেন তিনি।

You might also like!