Livelihood message

8 months ago

CLW Recruitment: ৪৯২ জনকে নিয়োগ করবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, কোন পদে? জানুন

CLW Recruitment
CLW Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅ্য়াপ্রেন্টিস নিয়োগ করা হবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে। মোট ৪৯২টি পদে নিয়োগ করা হবে। জেনে নিন নিয়োগের বিস্তারিত তথ্য-

মোট শূন্যপদ-

মোট ৪৯২ টি শূন্যপদে অ্য়াপ্রেন্টিস নিয়োগ করা হবে।

কোন কোন পদে নিয়োগ-

ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেক্ট্রিসিয়ান, রেফ্রিজারেটর এবং AC মেকানিক এবং পেন্টার পদে নিয়োগ।

বয়সসীমা-

আবেদনকারীর বয়সসীমা ১৫ বছর থেকে ২৭ বছরের মধ্যে থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ থাকতে হবে। এরসঙ্গে অবশ্যই ITI পাশের সার্টিফিকেট থাকতে হবে।

কীভাবে আবেদন-

apprenticeshipindia.org নামের ওয়েবসাইটের মাধ্যমে সব তথ্য দিয়ে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ-

অ্য়াপ্রেন্টিস পদের জন্য আবেদনের শেষ তারিখ ছিল ৫ এপ্রিল। কিন্তু পরবর্তীতে তা বাড়িয়ে করা হয়েছে ১৮ এপ্রিল ২০২৪।

You might also like!