Livelihood message

10 months ago

SSY PPF NPS Penalty: পিপিএফ থেকে পেনশনের নিয়মে বড় বদল, দিতে হবে মোটা জরিমানা

SSY PPF NPS Penalty
SSY PPF NPS Penalty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি অর্থবর্ষের শেষ দিন অর্থাৎ 31 মার্চের মধ্যে ন্যূনতম লগ্নি করতে হবে সুকন্যা সমৃদ্ধি যোজনা, PPF ও NPS-এ। তা না হলে স্বল্প সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্টকে ডিফল্ট ঘোষণা করবে সরকার। সেক্ষেত্রে ফের এই অ্যাকাউন্টগুলিকে চালু করতে হলে দিতে হবে জরিমানা। সুকন্যা সমৃদ্ধি যোজনা, PPF ও NPS-তে ন্যূনতম বিনিয়োগ করতে হবে কত টাকা? ডিফল্ট হলে কোন অ্যাকাউন্টে লাগবে কত জরিমানা? জেনে নিন এই প্রতিবেদন থেকে।

ভবিষ্যত সুরক্ষিত করতে বিনিয়োগের ক্ষেত্রে আম জনতার প্রথম পছন্দ স্বল্প সঞ্চয় প্রকল্প। এই স্কিমগুলির মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF ও ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS খুবই জনপ্রিয়।

নিয়ম অনুযায়ী প্রতি অর্থবর্ষে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে ন্যূনতম লগ্নি করতে হয় গ্রাহককে। সেই টাকা জমা না দিলে হিমায়িত হয় ওই অ্যাকাউন্ট। অর্থাৎ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় লেনদেন। পাশাপাশি, গ্রাহকের উপর চাপে জরিমানাও।

চলতি বছরের 31 মার্চ শেষ হচ্ছে 2023-24 অর্থবর্ষ। ওই তারিখের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, PPF ও NPS অ্যাকাউন্টে ন্যূনতম টাকা জমা করতে হবে গ্রাহককে। অর্থাৎ এই প্রকল্পগুলিতে লগ্নিকারীরা টাকা জমা দেওয়ার জন্য হাতে সময় পাচ্ছেন এক মাস।

31 মার্চ অর্থবর্ষ শেষ হওয়ার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে আয়করের হিসেব। স্বল্প সঞ্চয়ের এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করলে আয়করে মেলে ছাড়। উল্লেখ্য, বর্তমানে দেশে দু’টি কর ব্যবস্থা চালু হয়েছে। যাঁরা পুরনো কাঠামো মেনে কর দেবেন, তাঁদের ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা, PPF ও NPS-এ বিনিয়োগ খুবই লাভজনক। এই স্কিমগুলিতে লগ্নির জন্য করে ছাড় পাবেন তাঁরা।

উল্লেখ্য, বর্তমানে অনেকেই নতুন কাঠামো মেনে জমা দিচ্ছেন আয়কর। স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য কোনও ছাড় পাবেন না তাঁরা। কিন্তু তাই বলে অর্থবর্ষ শেষে এই স্কিমগুলিতে ন্য়ূনতম টাকা জমা দিতে হবে না, এমনটা নয়। টাকা জমা না দিলে মোটা অঙ্কের জরিমানার মুথে পড়তে হবে তাঁদের।

এখন প্রশ্ন হল 31 মার্চের মধ্যে কোন স্কিমে ন্যূনতম জমা দিতে হবে কত টাকা? এই সময় ডিজিটাল-র এই প্রতিবেদনে তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হল…

সুকন্যা সমৃদ্ধি যোজনা

এই প্রকল্পে ন্যূনতম 250 টাকা জমা দেবেন গ্রাহক। নির্ধারিত তারিখের মধ্যে টাকা জমা না পড়লে, সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্য়াকাউন্টকে ডিফল্ট বা খেলাপি বলে ঘোষণা করা হবে। 50 টাকা জরিমানা দিয়ে ফের ওই অ্যাকাউন্টকে স্বাভাবিক করতে পারবেন লগ্নিকারী।

PPF

2019-র PPF আইন আনুযায়ী, গ্রাহককে প্রতি অর্থবর্ষে এই অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা জমা করতেই হবে। 31 মার্চের মধ্যে তা জমা না করলে PPF অ্যাকাউন্ট ইন অ্যাক্টিভ বা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। ফের তা চালু করতে 50 টাকা দিতে হবে জারিমানা।

NPS

ন্যাশনাল পেনশন সিস্টেমের ক্ষেত্রে একটি অর্থবর্ষে ন্যূনতম লগ্নির পরিমাণ 1000 টাকা। যা নির্দিষ্ট সময়ে জমা না দিলে জরিমানা হবে 500 টাকা।

You might also like!