Life Style News

8 months ago

Marigold flowers:ঠান্ডাতেও মসৃন ত্বক চান?রুপটানে যোগ করুন গাঁদা ফুল

Skin Care with Merigold (Symbolic Picture)
Skin Care with Merigold (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত এলেই বাড়ির বারান্দা, বাগান, ছাদে সারে সারে দেখা যায় গাঁদা ফুল। দেখতেও বেশ ভালই লাগে। তবে জানেন কী গাঁদা ফুল দিয়ে আপনি এই শীতে ত্বকের জেল্লা ও বাড়াতে পারে। 

অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে গাঁদা ফুলের মধ্যে। যে কোনও কাটাছেঁড়ায় আপনি গাঁদা ফুল বা পাতাকে বেটে লাগাতে পারেন। সংক্রমণের হাত থেকে দূরে রাখে এই ফুল। এছাড়া গাঁদা ফুল ব্যবহার করলে মুখে বলিরেখা, দাগছোপ পড়বে না। পাশাপাশি মুখের সেবাম উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। গাঁদা ফুল কীভাবে ব্যবহার করবেন, রইল টিপস।

১) দাগছোপ দূর করতে এবং মসৃণ ত্বক পেতে গাঁদা ফুলের ফেসপ্যাক ব্যবহার করুন। তাজা গাঁদা ফুলের পাপাড়ি বেটে নিন। এতে দুধের সর এবং মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে উপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর বৃত্তাকারে ঘষে ঘষে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে।

২) দীপ্তিময়, উজ্জ্বল ত্বক পেতে আপনি টক দইয়ের সঙ্গে গাঁদা ফুলের ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। প্রথমে তাজা গাঁদা ফুলের পাপড়ি বেটে নিন। এবার এতে টক দই, লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। ফেসপ্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না।

৩) শীতের ট্যান এক নিমেষে তুলে দিতে পারে গাঁদা ফুল। গাঁদা ফুলের পাপাড়ি বেটে নিন। এর সঙ্গে এক চামচ বেসন ও কাঁচা দুধ মিশিয়ে নিন। তৈরি ফেসপ্যাক। এই ফেসপ্যাক আপনি মুখে, গলায় ও ঘাড়ে মেখে নিন। ফেসপ্যাক শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করলেই পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক। 

You might also like!