Life Style News

1 year ago

Toner Skin Care:ত্বকে টোনার হিসেবে ব্যবহার করুন লেবু

Use lemon as a skin toner
Use lemon as a skin toner

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকমলালেবু হল ভিটামিন সি এর উৎস। কমলালেবু ও কমলালেবুর খোসা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। তাই বাড়িতে বসেই করুন রূপচর্চা। 

টোনার হিসেবে

কমলালেবুর রস বের করে বরফের ট্রেতে জমিয়ে রেখে বরফ ত্বকে লাগালে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর। এছাড়াও দীর্ঘদিন ধরে ত্বক টানটান থাকবে। বয়সের ছাপ আটকাতে এটি ব্যবহার করতে পারেন।

স্ক্রাব হিসেবে

কমলালেবুর খোসা রোদে শুকিয়ে সেটি ব্লেন্ডারে গুঁড়ো করে এই গুঁড়োর সঙ্গে সমপরিমাণ দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর পেস্টটি মুখে,ঘাড়ে,হাতে লাগিয়ে ভালো করে ঘষে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।

ত্বকের ময়লা দূর করতে

ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখতে ময়দার সঙ্গে পরিমাণ মতো কমলালেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। কিছুক্ষণ এই মিশ্রণটি ত্বকে ঘষে তারপর ধুয়ে ফেলুন।

ফেস প্যাক হিসেবে

কমলালেবুর খোসা ছাড়িয়ে সেটিকে শুকিয়ে শুকনো খোসাগুলি ব্লেন্ডারে গুঁড়ো করে টক দই একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিয়ে ভালো ময়েশ্চারাইজার লাগান।


You might also like!