Life Style News

1 year ago

Skin Tips:মুখের ক্লান্তিভাব চটজলদি দূর করবে এই প্যাকগুলি

These packs will quickly remove facial fatigue
These packs will quickly remove facial fatigue

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সারাদিন কাজে ব্যস্ত ছিলেন। এইদিকে পার্টিতেও যেতে হবে সন্ধ্যায়। অফিস থেকে বাড়ি ফেরার পর ত্বকের জন্য আলাদা করে সময় দিতে ইচ্ছে করছে না। কিন্তু পার্টিতেও যেতে হবে। সারাদিন অফিস ও বাড়ির কাজ করার পর চোখে মুখে ক্লান্তির একটা ছাপ পড়ে গিয়েছে (tired and dull skin)। এদিকে পার্লরে যাওয়ারও সময় নেই। এই সময় কয়েকটি ঘরোয়া প্যাক আপনার মুখের জেল্লা ফেরাতে পারে নিমেষে। আপনার মুখের ক্লান্তিভাব(tired and dull skin) দূর করে আপনার ত্বককে করে তোলে জেল্লাদার। আর আপনি পার্টির জন্য তৈরি হয়ে যান। আর সবথেকে বড় কথা, এই প্যাকের সামগ্রীর জন্য আপনাকে কোথাও যেতে হয় না। কারণ, এই প্যাকের উপকরণের যাবতীয় সামগ্রী রয়েছে আপনার বাড়িতেই!


মধু ও গাজরের মাস্ক

দুটো গাজর নিয়ে মিহি করে নিন। গ্রাইন্ডও করে নিতে পারেন। এরপর সেটা চটকে নিন। তার সঙ্গে তিন চা চামচ মধু মিশিয়ে নিন। একটি মিশ্রণ তৈরি হবে। সেই মিশ্রণ মুখে ও গলায় ভালভাবে লাগিয়ে নিন। ১৫ মিনিট এভাবেই রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোওয়ার পরেই আপনি দেখবেন, আপনার মুখের ক্লান্তি ভাব (tired and dull skin)কোথায় চলে গিয়েছে। আপনার মুখ তখন বেশ জেল্লাদার দেখাবে। আর পার্টির জন্য আপনি একদম রেডি। সবথেকে বড় বিষয়, স্পর্শকাতর ত্বকের জন্যেও একইভাবে উপকারী এই প্যাক।


আমন্ড ও ডিম দিয়ে ফেস প্যাক তৈরি করুন

দুটো ডিম ফাটিয়ে নিন। তার সঙ্গে আমন্ড গুঁড়ো করে মিশিয়ে নিন। মিশ্রণ তৈরি করুন। ডিম ও আমন্ডের তৈরি এই মিশ্রণ দিয়েই তৈরি করুন প্যাক। সেটি মুখে লাগিয়ে নিন। গলায় লাগিয়ে নিন। ২০ মিনিট পর্যন্ত আপনি রাখতে পারেন। এই প্যাক আপনার মুখে আর্দ্রতা ফেরায়। আপনার ত্বকের ক্লান্তিভাব দূর করে। আপনার ত্বক দেখায় জেল্লাদার ও সুন্দর। প্যাকটি জল দিয়ে ধুয়ে মুখ ভাল ভাবে মুছে নিন। ময়শ্চারাইজ়ার লাগিয়ে নেবেন। রুক্ষ ও শুষ্ক ত্বকের জন্য বেশ উপযোগী এই ফেস প্যাক।


You might also like!