Life Style News

1 year ago

Skin care:গরমে ত্বকের ট্যান ঠিক করতে টমেটোর জুড়ি নেই

There is no pair of tomatoes to fix skin tan in summer
There is no pair of tomatoes to fix skin tan in summer

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে নাজেহাল অবস্থা হয়েছে বঙ্গবাসীর। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না ছোট থেকে বড় কেউই। হাইড্রেটেড থাকতে প্রচুর পরিমাণে জল পান করছেন। আর ত্বকেও সানস্ক্রিন না মেখে বাড়ির বাইরে পান রাখছেন না। তার সঙ্গে গা ঢাকা সুতির জামাকাপড় পরছেন। কিন্তু তাতেও ট্যান প্রতিরোধ করা যাচ্ছে না। রোদের তেজ যে পরিমাণ তাতে ত্বকের ট্যান প্রতিরোধ করাও সম্ভব নয়। কিন্তু ট্যান তোলা সম্ভব। হ্যাঁ, ঘরোয়া প্রতিকারের সাহায্য নিয়ে ত্বক থেকে ট্যান দূর করতে পারেন।

   ট্যান দূর করতে টমেটো দারুণ কার্যকর। টমেটো ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। নিয়মিত মুখে টমেটো মাখলে ত্বক উজ্জ্বল হয়। টমেটোতে রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট এজেন্ট, এটি রোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে। টমেটোতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ , যেমন বিটা ক্যারোটিন, ভিটামিন ই, সি ও লাইকোপেন। এটি ত্বকের উপর জ্বালাভাব থেকে রেহাই দিতে সাহায্য করে। রোদে বেরিয়ে সান বার্নের সমস্যা দেখা দিলে, এই টমেটো আপনার কাজে আসতে পারে। 

  কিভাবে করবেন -

১) একটা টমেটো অর্ধেক কেটে নিন। উপরে চালগুঁড়ি লাগিয়ে নিয়ে ত্বকের উপর ঘষুন। ৪-৫ মিনিট ঘষে নেওয়ার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।

২) একটা টমেটো অর্ধেক কেটে নিন। টমেটোর উপরে হলুদ গুঁড়ো লাগিয়ে ত্বকের উপর ঘষে নিন। ৫ মিনিট ঘষে নেওয়ার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।

৩) আপনি ত্বকের উপর সরাসরি টমেটোর ফেসপ্যাকও লাগাতে পারেন। লাল টমেটোর অর্ধেক অংশ পেস্ট করে নিন। এতে পরিমাণমতো বেসন ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার এই ফেসপ্যাকটি ত্বকের উপর লাগান।

You might also like!