Life Style News

1 year ago

The water bottle stinks: জলের বোতলে দুর্গন্ধ হয়েছে? এই ম্যাজিকে সমস্যা তাড়ান সহজেই

The water bottle stinks
The water bottle stinks

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়িতে বলুন কিংবা রাস্তায় অথবা অফিস/ স্কুল/ কলেজে বেরোলে সঙ্গে জল রাখতেই হয়। বিশেষ করে গরমের দিনে। এখন তো অনেকেই বাড়িতে বারবার ব্যবহার করা যায় এমন বোতল ব্যবহার করেন। কেউ আবার কোল্ড ড্রিঙ্কসের বোতল ব্যবহর করেন। গরমে জলের প্রয়োজন আরও বেড়ে যায়। দীর্ঘ ব্যবহারের বদলে জলের বোতল থেকে অনেক সময়ই দুর্গন্ধ বের হয়। বোতল থেকে জল খেতে গেলে সেই গন্ধ পাওয়া যায়। প্লাস্টিকের বোতল হোক বা কাঁচের বোতল সবেতেই এই সমস্যা হতে পারে। তাই দেখুন জলের বোতলে গন্ধ হলে কী করণীয়। কীভাবে এই দুর্গন্ধ তাড়াবেন দেখুন।

বেকিং সোডা: বেকিং সোডা জলের বোতলে ভরে তাতে জল দিয়ে ভালো করে ঝাঁকান। এবার ওই অবস্থায় কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে দুর্গন্ধ দূর হবে।

লেবুর রস: লেবুর রস দিয়ে এমনই অনেক সময় বাসন ধোয়া হয়। এটা দিয়ে বোতল পরিষ্কার করতে পারেন। বোতলে লেবুর রস আর জল ভরে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে নিন ভালো করে।

ভিনিগার: ভিনিগারও এই ক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে। এটা যে কোনও দুর্গন্ধ তাড়াতে সাহায্য করেন এক ঢাকনা ভিনিগার কাঁচ বা প্লাস্টিকের বোতলে ভরা অল্প জল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। এবার ওই অবস্থায় বেশ অনেকক্ষণ রেখে ধুয়ে নিন। বোতলের দুর্গন্ধ কেটে যাবে।

সার্ফ: কাপড় কাচার সার্ফ আর জল মিশিয়ে বোতলে ঢেলে ভালো করে ঝাঁকান। এরপর ভালো করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন সাবান যেন ভিতরে থেকে না যায়। ভালো করে বোতল ধুয়ে নেবেন।

মাঝে মধ্যে বোতল পরিষ্কার করা আবশ্যক। এতে যেমন দুর্গন্ধ হয় না বোতলে তেমনই ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না।


You might also like!