Life Style News

1 year ago

Hairfall: বর্ষা নামতেই চুল ঝরার সমস্যা বাড়ল! কী করবেন জানুন

HairFall
HairFall

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটানা তীব্র গরমের পর বর্ষা এসেছে বঙ্গে৷ প্রবল বৃষ্টিতে স্বস্তি এসেছে ঠিকই, তবে একইসঙ্গে বেড়েছে চুল পড়ার সমস্যা৷ কিন্তু সমস্যা যখন আছে, তখন সমাধানও থাকবে। বর্ষায় চুল পড়া রুখতে কী করবেন জেনে নিন চট করে।

তাড়াহুড়ো করে বেরনোর সময় অনেকেই ভেজা মাথায় বেরিয়ে পড়েন৷ এটা কিন্তু একেবারেই করা চলবে না৷ এতে চুলের সর্বনাশ হয়৷ স্নানের ওর মাথা ভালো করে মুছে, চুল শুকিয়ে নিন। ড্রায়ার বা শুকনো নরম কাপড় ব্যবহার করুন।

বর্ষার দিনে চুল পড়া আটকানোর মহৌষধ হল তেলের ব্যবহার৷ তেল সামান্য গরম করে স্ক্যাল্পে লাগান। লাগানোর সময় চুল উঠলেও ঘাবড়াবেন না।

ব্যবহার করুন বিশেষ প্যাক। তিন চামচ মেথি দানা ভিজিয়ে পিষে নিন৷ সঙ্গে পেঁয়াজ এবং কেশুত পাতার রস দিয়ে বানিয়ে ফেলুন প্যাক৷ ওটস ধোয়া জল আর কাঁচা দুধের সঙ্গে মধু মিশিয়েও প্যাক বানানো যেতে পারে।মনে করে স্নানের আধঘণ্টা আগে চুলে প্যাক লাগাতে হবে। ব্যবহার করতে পারেন ভৃঙ্গরাজ তেলও।

You might also like!