Life Style News

6 months ago

Summer 2024 : তীব্র গরম, পর্যাপ্ত জলের জোগান পেতে পাতে রাখুন এই চার ফল

Intense heat, keep these four fruits on the leaves to get sufficient water supply
Intense heat, keep these four fruits on the leaves to get sufficient water supply

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গরমে ওষ্ঠাগত বঙ্গবাসীর প্রাণ। এই সময় শরীরের জন্য খুব প্রয়োজনীয় জল। তাই শরীরে জলের পাশাপাশি জলের জোগান দেবে এমন চারটি ফলের হদিশ রইল।

তরমুজ

গরমকালের অত্যন্ত জনপ্রিয় ফল তরমুজ। এটি খেলে শরীরে শীতলতার পাশাপাশি প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফাইবার এবং ভিটামিন সি পাওয়া যায়। যা শরীরকে হাইড্রেট রাখে।

বেল

গরমে বেলের শরবত কিংবা বেলের পানা শরীর ঠাণ্ডা রাখার জন্য খুবই উপকারী। এছাড়াও বেল পেটের রোগের অব্যর্থ ওষুধ। এতে ফাইবার, ভিটামিন রয়েছে।

আঙুর

পুষ্টিগুণে ভরপুর আঙুর শরীরকের হাইড্রেটেডেই রাখে। এছাড়া আঙুরে প্রোটিন, ফাইবার, পটাসিয়াম এবং ভিটামিন সি-এর মতো উপাদান রয়েছে যা শরীরের জন্য উপকারী।

আনারস

আনারস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে থাকা ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং ফাইবার রোগ প্রতিরোধ করে। এছাড়াও এই ফল শরীরে হাইড্রেশন বজায় রাখে।


You might also like!