Life Style News

2 weeks ago

Benefits of Spinach: দীর্ঘদিন সুগারের সমস্যায় জর্জরিত? ঝরছে না মেদ? খাদ্য তালিকায় রাখুন এই শাকটি

Spinach
Spinach

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শরীর সুস্থ রাখতে শাক সবজির অবদান অনস্বীকার্য। সেক্ষেত্রে পালং শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শাকে রয়েছে ভিটামিন সি, আয়রন, ভিটামিন এ থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। শুধু তাই নয়, এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারও রয়েছে। যেই কারণে পালং শাক খেলে অনায়াসে সুস্থ-সবল জীবন কাটানো যায়। এড়িয়ে চলা যায় নানাবিধ জটিল রোগ। তাই আর সময় নষ্ট না করে পালং খাওয়ার একাধিক উপকার সম্পর্কে বিশদে জেনে নিন।

১) বাইরের খাবার অতিরিক্ত খাওয়ার ফলে পেট খারাপের ভ্রূকুটি লেগেই থাকে। আজেবাজে খাবার খেলেই গ্যাস, অ্যাসিডিটি পিছু নিতে পারে। এমনকী বিরক্ত করে কোষ্ঠকাঠিন্য। তাই চেষ্টা করুন যে ভাবেই হোক পেটের হাল ফেরানোর। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে পালং শাক। এই শাকে উপস্থিত ফাইবার অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। বাড়ায় ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা। যার ফলে পেটের হাল ফেরে। 

২) ডায়বেটিস রোগীদের যে ভাবেই হোক সুগার লেভেল কমাতে হবে। আর সেই কাজে সাহায্য করতে পারে পালং শাক। এই শাকে উপস্থিত রয়েছে আলফা লিপোলিক অ্যাসিড। আর এই অ্যাসিড ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়। যার ফলে সুগার বাড়ার আশঙ্কা থাকে না। এমনকী এই শাকের ক্যালোরি ভ্যালুও কম। সেই কারণেও ডায়াবিটিস রোগীরা অনায়াসে এই শাক খেতেই পারেন। 

৩) আপনি কি ওজন কমাতে চান? সে ক্ষেত্রে ভরসা রাখতে পারেন পালং শাকের উপর। কারণ, এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। যার ফলে খিদে পায় কম। আজেবাজে খাবার খাওয়ার প্রবণতা কমে। আর কম খেলে বা হাই ক্যালোরি খাবারের থেকে দূরত্ব বানিয়ে নিলে যে ঝটপট কমে যাবে ওজন, তা তো বলাই বাহুল্য! তাই আপনার ওয়েট লস ডায়েটে অবশ্যই এই খাবারকে জায়গা করে দিন।

৪) শীতের সময় অনেকেরই চুল ও ত্বকের হাল বিগড়ে যায়। তবে ভালো খবর হলো, আপনি যদি নিয়মিত ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ পালং শাক খান, তা হলে অনায়াসে চুল ও ত্বকের জেল্লা ফেরাতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে এখন থেকে নিয়মিত পালং শাক খাওয়া শুরু করে দিন। তাতেই সমস্যার থেকে দূরে থাকতে পারবেন।

You might also like!