Life Style News

7 months ago

Saraswati Blessings: সরস্বতীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন এই ধরণের মানুষেরা

Goddess Saraswati (File Picture)
Goddess Saraswati (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মা সরস্বতীকে প্রসন্ন করতে গেলে জীবনে ভুলেও করতে নেই বেশ কিছু কাজ। দেবী রুষ্ট হলে বিদ্যার্জনের পথে বাধা আসতে পারে। তাই জেনে নিন কোন ধরণের মানুষেরা কখনও বিদ্যার দেবীর আশীর্বাদ লাভ করতে পারেন না। 

অলস ব্যাক্তিবর্গ

আমাদের সবাইকেই জীবনে কখনও না কখনও আলস্য গ্রাস করে। কিন্তু মনে রাখবেন, আলস্য আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। তাই আলস্য যদি অভ্যেসে পরিণত হয়, তখন ধীরে ধীরে এটাই আমাদের স্বভাব হয়ে যায়। তখন না আমাদের কিছু পড়তে ইচ্ছে করে, না লিখতে ইচ্ছে করে, আর না কিছু জানতে ইচ্ছে করে। এই অভ্যেস থাকলে সেই ব্যক্তি কখনও মা সরস্বতীর আশীর্বাদ পান না এবং সমাজে তাঁর সম্পর্কে অন্যদের মনে খারাপ ধারণা তৈরি হয়।

অন্যকে অপমান

জীবনে কিছু সাফল্য অর্জন করেই অনেকের মনে অহমিকা বাসা বাধে। তখন অন্যকে নীচু চোখে দেখতে শুরু করে তারা। নিজের অহংকারের বশে যে ব্যক্তি অন্যকে অপমান করে তার প্রতি ক্ষুব্ধ হন দেবী সরস্বতী। এমন ব্যক্তি কখনোই সরস্বতীর আশীর্বাদ পান না। তাই বিদ্যা মানুষকে বিনয়ী করে। চরিত্রে নম্রতা না থাকলে সেই বিদ্যা কোনও কাজে লাগে না।

অন্যের মতামত না শোনা

নিজের মতামত প্রকাশ করার পাশাপাশি অন্যের মতামত মন দিয়ে শোনাও অত্যন্ত জরুরি। যে ব্যক্তি অন্যের কথায় কান দেয় না, তার কাছে অনেক কিছুই অজানা থেকে যায়। সবার কথা শুনলে, সবার মতামত জানলে অনেক নতুন বিষয় জানা যায়। যে ব্যক্তি অন্যের মতামত উপেক্ষা করেন, তাঁর উপর মা সরস্বতীর আশীর্বাদ থাকে না।

ঈর্ষাপরায়ণ

যে ব্যক্তি অন্যকে ঈর্ষা করেন, তিনি আসলে অস্তিত্বের সংকটে ভোগেন। যার মনে অন্যের উপর ঈর্ষা থাকে, সে অন্যকে বিশ্বাস করতে পারে না। এমন ব্যক্তি সবকিছুকেই প্রতিযোগিতা হিসেবে নেন। এঁদের উপর রুষ্ট হন দেবী সরস্বতী।

You might also like!