Life Style News

7 months ago

Chanakya Niti: পরীক্ষায় ভালো ফল পেতে ছাত্র-ছাত্রীরা মেনে চলুন এই চাণক্য নীতি

Chanakya Niti (File Picture)
Chanakya Niti (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাচীন ভারতের প্রখ্যাত পণ্ডিত আচার্য চাণক্যের পরামর্শ আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক ও কার্যকরী। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে উপদেশ দিয়েছেন চাণক্য। আজ আমরা দেখে নেব ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কী পরামর্শ দিয়েছেন তিনি।

মৌর্য যুগের সর্বশাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত ছিলেন চাণক্য। কূটনীতিতে তাঁর পারদর্শিতার জন্য কৌটিল্য নামেও পরিচিত ছিলেন তিনি। তুখড় অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও দার্শনিক চাণক্যের বুদ্ধিবলেই মূলত ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের অর্থনীতি ও রাষ্ট্রবিদ্যার প্রথম ভিত্তিপ্রস্তর তিনিই স্থাপন করেছিলেন। তাঁর রচিত চাণক্য নীতি গ্রন্থে এমন অনেক উপদেশ রয়েছে, যা আজও আমাদের জীবনে একই ভাবে কার্যকরী।

ছাত্রদের প্রতি চাণক্যের উপদেশ

আচার্য চাণক্যের উপদেশ জীবনে সঠিক ভাবে মেনে চলতে পারলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান করা সম্ভব। ছাত্রজীবন নিয়েও বহু পরামর্শ দিয়ে গিয়েছেন তিনি। চলছে পরীক্ষার মরশুম। এই সময় দেখে নেওয়া যাক ছাত্র ছাত্রীদের প্রতি কী কী উপদেশ দিয়েছেন তিনি।

আচার্য চাণক্য বলেছেন যে ছাত্রজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। জীবনের অমূল্য এই সময়ের গুরুত্ব ছাত্র ছাত্রীদের বুঝতে হবে। নিজেদের পড়াশোনাকে গুরুত্ব সহকারে নিতে হবে তাদের।

পড়াশোনায় যদি অবহেলা থাকে, তাহলে ছাত্র ছাত্রীদের জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়া আলস্য ও খারাপ বন্ধুর সঙ্গে মেশার কারণে মারাত্মক ক্ষতি হতে পারে তাদের।

চাণক্য বলেছেন যে ছাত্রদের জীবন হল অমূল্য। এই সময় করা ভুলের ফল সারা জীবন ধরে ভোগ করতে হয়।

আলস্য ত্যাগ করো

চাণক্যের মত অনুসারে ছাত্র জীবনের সবথেকে বড় শত্রু হল আলস্য। তাই ছাত্রদের আলস্য সবার আগে ত্যাগ করা জরুরি। প্রথমে নিজের সামনে লক্ষ্য স্থির করো। তারপর সেই লক্ষ্য অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করো। 

নিয়মানুবর্তিতা

ছাত্র জীবনে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা মেনে চলা অত্যন্ত জরুরি। যারা ডিসিপ্লিন মেনে চলেন তাদের সাফল্য পেতে বেশি কষ্ট করতে হয় না। এই সব ছাত্র ছাত্রীরা সহজেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়।

নেশা থেকে দূরে

ছাত্র বয়সে যে কোনও রকম নেশা থেকে দূরে থাকতে হবে। কারণ কোনও কিছুতে আসক্ত হয়ে পড়লে তা পড়াশোনায় বাধা তৈরি করে। নেশা মানুষের শরীর, মন, স্বাস্থ্য ও সম্পদ - সবই ধ্বংস করে দেয়। নেশার কারণে সমাজে সম্মান কমে এবং নানা সমস্যা বাড়তে থাকে। 


You might also like!